Skip to content

পেঁয়াজের ঝাঁজে চোখে জল ক্রেতার, ডিমের দামও বাড়তি | বাণিজ্য

পেঁয়াজের ঝাঁজে চোখে জল ক্রেতার, ডিমের দামও বাড়তি | বাণিজ্য

<![CDATA[

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী ডিমের দাম। পাশাপাশি বাড়ছে পেঁয়াজ ও রসুনের দামও। বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের কারণে বাড়ছে দাম।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

 

লাগামহীন নিত্যপণ্যের বাজারে আবারও বাড়ছে পেঁয়াজের দাম। সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে প্রায় ১৫ টাকা পর্যন্ত। বাজারে খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ ৮৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

 

আরও পড়ুন: ঢাকায় ঝাঁজ বাড়ছে পেঁয়াজের, ‘কলকাঠি’ নাড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা

 

বিক্রেতারা বলেন, বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ ৭২ থেকে ৭৪ টাকায় বিক্রি হচ্ছে। মূলত পাইকারি পর্যায়ে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও।

 

আর পাইকারি ব্যবসায়ীরা জানান, পাইকারিতে পর্যাপ্ত পেঁয়াজ না থাকায় দাম বাড়ছে। তবে বাড়তি দামেই ভোক্তারা বেশি কেনাকাটা করায় বাজারে সংকট তৈরি হচ্ছে। আমদানির পরিমাণ না বাড়লে দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।

 

তবে ক্রেতাদের দাবি, অধিক মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করছে অসাধু সিন্ডিকেট। এদের নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

এদিকে গত এক মাসে রসুনের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি দেশি রসুন ২৩০ টাকা ও আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

 

বিক্রেতারা জানান, বাজারে রসুনের মজুত নেই। সরবরাহও কম হচ্ছে। এতে দাম কিছুটা বাড়তি।

 

দাম কমেছে আদা ও কাঁচা মরিচের। এক মাসের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমে আদা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। আর প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়।

 

স্থিতিশীল রয়েছে মাংসের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা, সোনালি ২৯০ থেকে ৩২০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৭০ টাকায়। আর গরু ও খাসির মাংস যথাক্রমে বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা ও ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকায়।

 

আরও পড়ুন: করপোরেট সিন্ডিকেট না ভাঙলে ডিমের দাম আরও বাড়বে: বিপিএ

 

তবে বাজারে ঊর্ধ্বমুখী ডিমের দাম। প্রতি ডজনে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। প্রতি ডজন লাল ডিম ১৬০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

 

বিক্রেতাদের দাবি, পাইকারি পর্যায়ে সরবরাহ সংকটের অযুহাত দেখিয়ে দাম বাড়াচ্ছে আড়তদাররা। এতে বাধ্য হয়ে খুচরা পর্যায়েও দাম বাড়াতে হচ্ছে।

 

অন্যদিকে কয়েকদিনের বৃষ্টিতে সব ধরণের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। দাম কিছুটা বাড়তি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *