Skip to content

প্রকাশ পেল ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান | বিনোদন

প্রকাশ পেল ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান | বিনোদন

<![CDATA[

দীর্ঘবিরতির পর রুপালি পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। তার সঙ্গে এবার জুটি বেঁধেছে ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলি। প্রহেলিকা সিনেমায় তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন এ সিনেমাটির প্রথম গান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বঙ্গের ইউটিউব চ্যানেলে  চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা সিনেমার প্রথম গান প্রকাশ পেয়েছে। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল।

গানটির শিরোনাম ‘ মেঘের নৌকা’।  আসিফ ইকবালের লেখায় গানের কথায় ফুটে উঠেছে রোমান্টিক ছন্দ। ‘মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাব বাতাসে…।’ এ গানের কথায় সুর দিয়েছেন কণ্ঠশিল্পী ইমরান নিজেই।

আরও পড়ুন: ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রভাত রায় হাসপাতালে

নতুন এই ছবিতে মনা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মাহফুজকে। তার বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলি।

সিলেট, সেন্ট মার্টিন, ছেঁড়া দ্বীপসহ দেশের একাধিক মনোরম লোকেশনে এই গানের দৃশ্য ধারণ করা হয়েছে। গানটিতে দুজনের সুন্দর নতুন রসায়ন দর্শকের মন জয় করে নেবে বলে বিশ্বাস সিনেমার পরিচালকের।  

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *