Skip to content

প্রতিপক্ষ নয়, আমরাই আমাদের হারিয়েছি | খেলা

প্রতিপক্ষ নয়, আমরাই আমাদের হারিয়েছি | খেলা

<![CDATA[

আইপিএলে বৃহস্পতিবার (৪ মে) রাতের ম্যাচটা হয়েছে বেশ নাটকীয়। পুরো ম্যাচই পেন্ডুলামের মতো ঝুলেছে। কখনো কলকাতা এগিয়েছে আবার কখনো হায়দরাবাদ। তবে দিনশেষে জয়ের সঙ্গে দুটি মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কলকাতা।

হায়দরাবাদের ইনিংসের এক পর্যায়ে মনে হচ্ছিল, কয়েক ওভার হাতে রেখেই জিতবে দলটি। কিন্তু শেষ পর্যন্ত ৫ রানে হেরে বসে সানরাইজার্স হায়দরাবাদ। এমন হারের পর যথারীতি হতাশ দলের কোচ ব্রায়ান লারা। সাবেক এই তারকা ক্রিকেটারের মতে, ম্যাচটি নিজেদের দোষেই হেরেছে হায়দরাবাদ।

 

প্রথমে বোলিং করে পেসারদের তাণ্ডবে ১৭১ রানেই গুটিয়ে যায় কলকাতা। তবে লক্ষ্যতাড়ায় শুরুটা ভালো হয়নি হায়দরাবাদেরও। ৫৪ রান তুলতে গিয়ে চার উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে এইডেন মার্করাম এবং হেনরিখ ক্লাসেনের ৭০ রানের জুটিতে ম্যাচ আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় হায়দরাবাদ।

 

আরও পড়ুন: সমালোচনার মুখে লখনৌর পিচ

 

২০ বলে ৩৬ রান করে শার্দুল ঠাকুরের বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন ক্লাসেন। তারপর ৪০ বলে ৪১ রান করে ১৬.৫ ওভারে ১৪৫ রানে মার্করামও বিদায় নিলে আরও চাপে পড়ে হায়দরাবাদ। 
সেই চাপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল সামাদ। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। কিন্তু বরুন চক্রবর্তত সেই ওভারে ৩ রানের বেশি নিতে পারেনি মার্করামের দল।

 

হাতের মুঠো থেকে জয় ফসকে যাওয়ায় আফসোসে পুড়ছেন হায়দরাবাদের হেড কোচ লারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ম্যাচ’টা আমাদের জেতার দরকার ছিল। আমাদের সেভাবেই খেলার দরকার ছিল। তারা আসলে আমাদের হারায়নি। আমরাই হেরে গেছি। ম্যাচটি আমাদের হাতেই ছিল, কিন্তু আমরা হেরে গেছি।’

 

ম্যাচ হারের পেছনে ব্যাটারদের ব্যাটারদের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তাদের কয়েকজন কোয়ালিটি স্পিনার আছে। নারিন, চক্রবর্তীরা বিশ্বমানের স্পিনার। আমরা দারুণ একটি জুটি গড়তে পেরেছি। কয়েকটি ওভারে বেশি রান নিয়ে আমরা ম্যাচে ফিরেছি। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়ে ফেলেছি। এমন উইকেটে ব্যাটারদের ম্যাচ জেতাতে হয়, কিন্তু আমরা তা পারিনি।’

 

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *