<![CDATA[
মেক্সিকোর বিপক্ষে ডু অর ডাই ম্যাচের প্রথমার্ধে সুবিধা করে উঠতে পারেনি আর্জেন্টিনা। মেক্সিকোর হাই প্রেসিং ফুটবলের সামনে ব্যর্থ আর্জেন্টাইন মিডফিল্ড। বল পজেশনে এগিয়ে থাকলেও মেক্সিকোর রক্ষণভাগকে চ্যালেঞ্জ জানাতে পারেনি মেসি-মারিয়ারা।
শনিবার (২৬ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে জ্বলে উঠতে পারেননি লিওনেল মেসি। আর্জেন্টিনা দলও ব্যর্থ মেক্সিকান রক্ষণভাগের সামনে। বল দখলে এগিয়ে থেকেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি আলবিসেলেস্তেরা। বরং মেক্সিকর হাই প্রেসিং ফুটবলের সামনে অসহায় লেগেছে আর্জেন্টিয়ান মিডফিল্ডকে। প্রথম ৪৫ মিনিটে গোল লক্ষ্য করে একটি শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেনি লাউতারো মার্টিনেজ। মেক্সিকোর ডি-বক্সে আর কোন সুযোগই তৈরি করতে পারেনি আর্জেন্টিনা।
১৯ মিনিটে বিপজ্জনক জায়গায় লোজানোকে ফেলে দেন ওটামেন্ডি। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। ফ্রিকিক থেকে গোলরক্ষক এমি মার্টিনেজের ভালো পরীক্ষা নেইয় মেক্সিকো। ২১ মিনিটে আকুনাকে বিপজ্জনকভাবে বাধা দিয়ে হলুদ কার্ড দেখেন মেক্সিকোর নেস্তর আরাউহো। ২৭ মিনিটে ডি বক্সে দারুণ একটা ক্রস বাড়ান আকুনা, কিন্তু মেসির হেড চলে যায় গোলপোস্টের অনেক ওপর দিয়ে। অবশ্য তার আগেই রেফারি বাজান ফাউলের বাঁশি। ক্রস নেওয়ার আগে মেক্সিকান মার্কারের পা মাড়িয়ে দিয়েছিলেন আকুনা।
৩২ মিনিটে ডি পলকে ফেলে দিলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। কর্নারের কাছাকাছি দুরুহ কোণ থেকে মেসির নেওয়া ফ্রিকিক রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া।
৪০ মিনিটে কর্নার থেকে ডি পল বল দেন ডি মারিয়াকে। ডি মারিয়ার ক্রসে হেড নিলেও লক্ষ্যে রাখতে পারেননি লাউতারো মার্টিনেজ।
৪৩ মিনিটে ফের বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় মেক্সিকো। দুরূহ কোণ থেকে নেওয়া কর্নার দুর্দান্তভাবে ঠেকান এমি মার্টিনেজ।
]]>