Skip to content

প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি বিএনপি নেতার | রাজনীতি

প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি বিএনপি নেতার | রাজনীতি

<![CDATA[

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা চালানো হয়েছে। ১৫ বারের মতো বঙ্গবন্ধু কন্যার ওপর চালানো হয়েছে সশস্ত্র হামলা। এ ধারাবাহিকতায় এবার আবার রাজশাহীর বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দিলেন।

 

গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

 

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।  

 

আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যার যত চক্রান্ত

 

আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান এবং প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: কানাডা-আমেরিকা প্রবাসীসহ আসামি ৪

 

এছাড়া রাজশাহী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাইন সৌকত, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক শফিকুল হক মিলন, সাবেক এমপি অ্যাড. নাদিম মোস্তফা, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

 

সমাবেশের সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও মামুন অর রশিদ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *