<![CDATA[
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছ।
বিক্ষোভ মিছিলে প্রতিবাদী ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন আজমেরী ওসমানের সহস্রাধিক কর্মী সমর্থক।
আরও পড়ুন:প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিল
এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার হওয়া রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। মিছিলটি চাষাঢ়া থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কের মন্ডলপাড়া এলাকা ঘুরে পুনরায় চাষাঢ়া গিয়ে শেষ হয়।
]]>