Skip to content

প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম | আন্তর্জাতিক

প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম | আন্তর্জাতিক

<![CDATA[

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির ক্ষমতাসীন জোটভুক্ত দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে ইমরানের দল পিটিআইতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। খবর জি নিউজের।

বৃহস্পতিবার (১১ মে) স্থানীয় সময় বিকেলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে এবং অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়।

 

একই সঙ্গে তাকে শুক্রবার  (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এ রায় দেন।

 

আরও পড়ুন: ইমরান খানের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

 

ক্ষমতাসীন জোটের নেত্রী মরিয়ম নওয়াজ প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের সমালোচনা করে টুইট করেছেন। তিনি লিখেন, ‘জাতীয় কোষাগার থেকে ৬ হাজার কোটি রুপি লুণ্ঠনকারী অপরাধীর সঙ্গে আজ সাক্ষাৎ করে প্রধান বিচারপতি খুব খুশি হয়েছেন। এ অপরাধীকে মুক্তি দিতে পেরে তিনি আরও বেশি খুশি হয়েছেন।’

 

ইমরানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত এবং কয়েকশ আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সরকারি ও সামরিক স্থাপনায় হামলা করেছেন। এসব হামলার জন্যও প্রধান বিচারপতিকে দায়ী করেছেন মরিয়ম।

 

আরও পড়ুন: ইমরানকে গ্রেফতার বেআইনি, মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

 

তিন বলেন, ‘(প্রধান বিচারপতি) বিক্ষোভে ঢাল হিসেবে কাজ করছেন এবং দেশের উত্তপ্ত পরিস্থিতিকে উসকে দিচ্ছেন। আপনার প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত এবং পিটিআইতে যোগ দেয়া উচিত।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *