Skip to content

প্রশংসায় ভাসছে প্রিন্স মাহমুদের গান | বিনোদন

প্রশংসায় ভাসছে প্রিন্স মাহমুদের গান | বিনোদন

<![CDATA[

চাঁদ রাত মানেই প্রিন্স মাহমুদের গান। দীর্ঘ ২৯ বছর ধরে তার দর্শক শ্রোতাদের ঈদে গান উপহার দিয়ে আসছেন। এবার ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার গানে পাওয়া গেছে প্রিন্স মাহমুদকে।

প্রিন্স মাহমুদ জানিয়েছেন, পরিচালক হিমেল আশরাফের অনুরোধে শাকিব খানের সিনেমার জন্য গান করেছে তিনি।  ‘ঈশ্বর’ শিরোনামের গানটিতে তার সুরে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়ক রিয়াদ।

প্রিন্স মাহমুদ বলেন, রিয়াদ দারুণ গেয়েছে গানটি। যখন তৈরি হয় গানটি তখনই গানের মায়ায় পড়ে যাই আমি, শাকিব খান ও হিমেল আশরাফ। আশা রেখেছিলাম দর্শকরাও এ গানের মায়ায় পড়বে।

আরও পড়ুন: বালাম-কোনালের স্ট্যাটাসে রহস্য!

চাঁদ রাতে প্রকাশ পাওয়া সিনেমার এ গানটির ইউটিউবে ভিউ ৭ মিলিয়নের বেশি। দর্শকরাও বেশ পছন্দ করছে গানটি। অনেকে মন্তব্য করেছেন যে, অনেক দিন পর এমন গান মন ছুঁয়ে গেল। কেউ লিখেছেন গান মুক্তির পর থেকে অনবরত শুনে যাচ্ছি গানটি।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। হিমেল আশরাফের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, শহীদ নবীসহ আরও অনেকে। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *