Skip to content

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ কবে? | চাকরি

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ কবে? | চাকরি

<![CDATA[

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না কবে ফল প্রকাশিত হবে, তবে এ মাসের মধ্যেই এই নিয়োগ পরীক্ষার ফল দেয়া হবে।’

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব আমিনুল ইসলাম নভেম্বরের প্রথম সপ্তাহেই এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করার কথা জানিয়েছিলেন। তবে সে সময় ইতোমধ্যে পার হয়ে গেছে।

আরও পড়ুন: পুলিশে বড় নিয়োগ, আবেদন করুন ঘরে বসেই

২০২০ সালের অক্টোবরে প্রাথমিক শিক্ষা অধিদফতর ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নিয়োগ পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

গত ২২ এপ্রিল এই নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা শুরু হয়। এরপর তিন ধাপের লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *