<![CDATA[
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার বেলা ১১টায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রার্থীদের ৭ ধরনের তথ্য তুলে ধরেন।
তিনি জানান, গেলবারের তুলনায় এবার প্রার্থীদের মধ্যে স্বল্প শিক্ষিতের হার কমেছে, উচ্চ শিক্ষিতের হার বেড়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী ১৬২ প্রার্থীর মধ্যে এসএসসির নিচে ৫৬ প্রার্থী। প্রার্থীদের মধ্যে ৯৫ জন ব্যবসায়ী হওয়ায় তাদের আধিক্য বেড়েছে। কাউন্সিলদের মধ্যে ৪৪ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। আয়ের ক্ষেত্রে ৮৪ প্রার্থীর আয় ৫ লাখ টাকার মধ্যে। দায়-দেনা আছে ১৮ জনের। এছাড়া ৭৫ প্রার্থী কর দেন।
আরও পড়ুন: নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে: কৃষিমন্ত্রী
সংগঠনটি সুষ্ঠু নির্বাচনে কমিশনকে সহযোগিতা করার জন্য সরকারকে এগিয়ে আসার আহবান জানান দিলীপ কুমার সরকার।
রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে মেয়র পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ২০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া ৩০টি ওয়ার্ডে ১১১ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
]]>