<![CDATA[
শুরু হয়েছে ক্লাব ফুটবলের বিরতি। এই বিরতিতে ম্যাচ খেলায় ব্যস্ত জাতীয় দলগুলো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলতে নামবে শনিবার (১৭ জুন)। স্পেনের স্টেজ ফ্রন্ট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ গিনি। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে দলটি।
গিনির বিপক্ষে ম্যাচটিকে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেখছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ইউরোপের সদ্য সমাপ্ত ক্লাব ফুটবলের মৌসুমে একাধিকবার বর্ণবাদের শিকার হন ভিনিসিউস জুনিয়র। যা সমালোচিত হয় বিশ্বজুড়ে। রিয়াল মাদ্রিদ তারকার প্রতি সংহতি জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর সেলেসাও দলে এসেছে ব্যাপক রদ-বদল। তিতের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন দায়িত্বে রেমন মেনেজেস। যদিও কোচ হিসেবে তার যাত্রাটা সুখকর হয়নি। গেল মার্চে মরক্কোর কাছে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়রা। সেই হার ভুলে গিনির বিপক্ষে ম্যাচের আগে বেশ ফুরফুরে দেখা গেছে ব্রাজিল দলের ফুটবলারদের।
আরও পড়ুন: তরুণ ফুটবলারদের যে পরামর্শ দিলেন মেসি
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর সেলেসাও জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। এবারের স্কোয়াডেও নেই পিএসজি তারকা। ইনজুরি থেকে ফিরলেও এখনও ফিট নন তিনি। তাকে ছাড়াই জয়ে ফেরার মিশন সেলেসাওদের।
তারকাদের অনুপস্থিতিতে দলে নতুন ফুটবলাদের ডেকেছেন অন্তর্বর্তীকালীন কোচ। তাদেরই একজন জোয়েলিংটন। ইংল্যান্ডের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে নজরকাড়া পারফর্ম করে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। বয়সভিত্তিকে খেলা এই ফুটবলার এখন মুখিয়ে আছেন মূল দলের হয়ে মাঠে নামতে।
আরও পড়ুন: কোথাও যাচ্ছেন না এমবাপ্পে, খুশি আছেন পিএসজিতেই
জোয়েলিনটন বলেন, ‘নিউক্যাসলে এডি হাউ কোচ হিসেবে যোগ দেয়ার পর আমার ক্যারিয়ারের পুনর্জন্ম হয়েছে। আমার ভিন্ন ভিন্ন পজিশনে খেলার সামর্থ্য আছে, কোচের এই বিশ্বাস ছিল। উনি এমন একজন ব্যক্তি আমি যাকে খুব শ্রদ্ধা করি। স্ট্রাইকার থেকে এখন মিডফিল্ডার হিসেবে খেলতে পেরে খুশি। আশা করি সামনেও এই ধারাবাহিকতা থাকবে।’
জোয়েলিংটন কথা বলেছেন বর্ণবাদ নিয়েও। ইপিএলে তাকেও এর শিকার হতে হয়েছে বলে জানান। জোয়েলিনটন বলেন, ‘এটা খুবই অবাক করার বিষয়, একবিংশ শতাব্দীতেও ফুটবলে বর্ণবাদ দেখতে হয়। এটা নিয়ে অনেক কথা হলেও পরিবর্তন দেখা যায় না। ইপিএলে আর্সেনালের বিপক্ষে ম্যাচে আমাকেও এর শিকার হতে হয়েছে।’
]]>