<![CDATA[
সুপার মার্কেটে পাতলা প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড। শনিবার (১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে নিউজিল্যান্ডে কাঁচাবাজার, ফলমূল ও শাকসবজি বহনের জন্য পাতলা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না। বিশ্বে নিউজিল্যান্ডই প্রথম এমন পদক্ষেপ নিল।
নিউজিল্যান্ডে বাড়িতে মোটা প্লাস্টিক ব্যাগ ব্যবহার না হলেও সাধারণত ফল বা সবজি নিতে ব্যবহার হত এই পাতলা ব্যাগ। এবার সেটিও নিষিদ্ধ করা হলো।
আরও পড়ুন: ৬৯ লাখ টাকায় বিক্রি হলো লবণের দানার চেয়েও ক্ষুদ্র ব্যাগটি
মূলত একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধে বৃহত্তর সরকারি প্রচারাভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের সহযোগী পরিবেশমন্ত্রী রাচেল ব্রুকিং বলেন, আমাদের দেশে প্রচুর বর্জ্য হয়, প্লাস্টিক বর্জ্য হয় খুবই বেশি।
তিনি বলেন, ২০১৯ সালে মোটা ব্যাগের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে ১শ’ কোটিরও বেশি প্লাস্টিকের ব্যাগ সংরক্ষণ করা হয়েছে। আর এখন নতুন পদক্ষেপে প্রতি বছর ১৫ কোটি প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডে রেস্টুরেন্টে কুড়াল হামলা, আহত ৪
তবে নতুন পদক্ষেপ নিয়ে সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, এর ফলে ক্রেতারা কেবল ডিসপোজেবল কাগজের ব্যাগে পণ্য রাখতে পারেন যা এখনও সুপারমার্কেটে পাওয়া যায়।
]]>