<![CDATA[
এবারের আইপিলটা তেমন ভালো কাটছে না কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। শেষ ম্যাচে মাঠে নামার আগেই প্লে-অফের সম্ভাবনা প্রায় শেষ নিতীশ রানার দলের। আক্ষরিক অর্থে তেমন সম্ভাবনা না থাকলেও কাগজে-কলমের হিসাবে এখনও আশা টিকে আছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির। তবে প্লে-অফ নিশ্চিত করতে শেষ ম্যাচে ‘কঠিনের চেয়েও কঠিন’ কাজ করতে হবে কলকাতার দলটিকে।
শনিবার (২০ মে) লক্ষনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শেষ চারের আশা বাঁচাতে ক্রুনাল পান্ডিয়ার দলের বিপক্ষে এই ম্যাচে শুধু জিতলেই চলবে না নাইটদের। পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দলটিকে ১০৩ রানের ব্যবধানে হারাতে হবে তাদের। তবে এই ব্যবধানে জিতলেই যে প্লে-অফ নিশ্চিত হবে কলকাতার, এমনটাও নয়। এরপর তাদের তাকিয়ে থাকতে হবে আরও কিছু সমীকরণের দিকে।
আরও পড়ুন: জাতীয় দলে আসার আগেই রেকর্ডের পাহাড় জয়সওয়ালের
লখনৌর বিপক্ষে কলকাতা পরে ব্যাটিং করলে তাদের রান তাড়া করতে হবে ৮.৫ ওভারের মধ্যে। এরপর তাদের তাকিয়ে থাকতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-গুজরাট টাইটান্স ম্যাচের দিকে। কারণ বেঙ্গালুরু বা মুম্বই জিতলেই আইপিএল শেষ হয়ে যাবে কেকেআরের।
মুম্বাই আর বেঙ্গালুরু দুই দলেরই পয়েন্ট এখন ১৪ করে। কলকাতা যদি লখনৌ ম্যাচে সমীকরণ মিলিয়ে জিততে পারে, তবে তাদেরও পয়েন্ট হবে ১৪। তখন মুম্বাই আর বেঙ্গালুরু নিজেদের ম্যাচে হারলে প্লে অফে উঠবে কলকাতা। তবে এমন সমীকরণ মিলিয়ে কলকাতার প্লে-অফে উঠার বিষয়টি আসলে অসম্ভবের মতোই।
]]>