<![CDATA[
রংপুর জেলার মিঠাপুকুরের পাগলার বাজারে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্ররা হলেন, রামনাথের পাড়ার মো. মোজনু মিয়ার ছেলে মো. জিয়াম মিয়া (১৫) ও একই গ্রামের মো. আরজু মিয়ার ছেলে মো. রনি মিয়া (১৪)। তারা দুজনই রামনাথের পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
নিহতদের স্বজনরা জানান, অন্যদিনের মতো আজও ফজরের আযান হলে ঘুম ভেঙে যায় জিয়াম ও রনির। নামাজের জন্য মসজিদের দিকে রওনা দেয় তারা। পাগলা বাজার থেকে বৈরাতী বাইপাস রোড। সেই রোডের পাশ দিয়ে হেটে যাচ্ছিল দুজন।
ঠিক সেই সময় বৈরাতী থেকে পাগলা বাজার অভিমুখে আসা একটি পিকআপ ভ্যান দুজনকে ধাক্কা দিয়ে শঠীবাড়ি বিশ্বরোড অভিমুখে চলে যায়। পরে গাড়িটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে বৃদ্ধ নিহত
এ বিষয়ে যোগাযোগ করা হলে মিঠাপুকুর-পীরগঞ্জের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান সময় সংবাদকে বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। পরে নিহতদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
]]>