<![CDATA[
ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে অচিরেই সংস্কার ও আধুনিকায়ন করে খেলার উপযোগী করে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্টেডিয়ামটির সংস্কারে ইতোমধ্যে আড়াইশ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্ক মিনি স্টেডিয়ামে শেখ ফজলুল হক মনি অনূর্ধ্ব-১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত হয়। ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামটির উদ্বোধন করেন। দীর্ঘ ৬ বছর ধরে স্টেডিয়ামটি পানির নিচে তলিয়ে আছে। আউটার স্টেডিয়ামের অবস্থাও একই। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ব্যবহার না হওয়ায় অযত্ন আর অবহেলায় স্টেডিয়ামের মূল গ্রাউন্ড, গ্যালারিসহ সবকিছু ধ্বংসপ্রায়।
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্টেডিয়ামের ভেতরে মাদকসেবীদের আড্ডা জমে উঠেছে। চুরি হয়ে গেছে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের অনেক যন্ত্রাংশ। স্টেডিয়ামটি আইসিসি অনুমোদিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম ছিল। কিন্তু অবহেলায় আন্তর্জাতিক স্টেডিয়ামটি এখন ঘরোয়া ক্রিকেট খেলার যোগ্যতাতেও নেই। বিষয়টি অজানা নয় যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলেরও।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের এই ক্রিকেট স্টেডিয়ামটি দীর্ঘদিন যাবত পানির নিচে তলিয়ে আছে। এটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট জমা দেয়া হয়েছে। স্টেডিয়াম সংস্কারে প্রায় আড়াইশ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আশা করি, খুব শিগগিরই স্টেডিয়ামের উন্নয়নের কাজ শুরু হবে এবং খেলার উপযোগী করা হবে।’
আরও পড়ুন: দ্বিতীয়বারের মতো মাঠে মেয়র কাপ
শুধু ফতুল্লার স্টেডিয়াম নয়, সারা দেশে স্টেডিয়াম নির্মাণ ও আধুনিকায়নের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘খেলাধুলার মান বাড়াতে সারা দেশে ২৬টি জেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ ও রাজধানীর আশপাশের জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়নসহ নানা উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিানা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরসহ স্থানীয় ক্রীড়া সংগঠকবৃন্দ।
এসময় নারায়ণগঞ্জে খেলাধূলার মান বাড়াতে সিটি করপোরেশনের নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন মেয়র আইভী। নারায়ণগঞ্জে আরও খেলার মাঠ গড়ে তুলতে সিটি করপোরেশনের বেদখল জায়গা পুনরুদ্ধারের ব্যাপারে প্রতিমন্ত্রীর কাছে সহযোগিতাও চান তিনি।
জেলার বিশিষ্ট ক্রীড়া প্রতিষ্ঠান বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রথম খেলায় মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালে সোনালী অতীত ক্লাবকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে সোনালী সকাল সেবা সংঘ চ্যাম্পিয়ন হয়। পরের খেলায় অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে গড়ায়। বঙ্গবীর সংসদকে ৭-৬ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মদনগঞ্জ ফুটবল একাডেমী।
আরও পড়ুন: আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে
জাতীয় ফুটবল দলের সাবেক বেশ কয়েকজন তারকা খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নিয়ে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মাতিয়ে তোলেন। এ ছাড়া ৮০ ও ৯০ দশকের জাতীয় দলের তারকা খেলোয়াড়দের উপস্থিতিও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শকসহ স্থানীয় এলাকাবাসী টান টান উত্তেজনাপূর্ণ এই দু’টি ফাইনাল খেলা উপভোগ করেন।
গত বছরের ৪ নভেম্বর শুরু হওয়া দুইটি টুর্নামেন্টের মধ্যে মাস্টার্স টুর্নামেন্টে ছয়টি দল ও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে ১৬টি
দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিানা হায়াৎ আইভী।
]]>