Skip to content

ফতুল্লায় দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন | বাংলাদেশ

ফতুল্লায় দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন | বাংলাদেশ

<![CDATA[

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনাবিল পরিবহনের একটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের সিটসহ অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

সোমবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসটি লিংক রোডের পাশেই পার্কিং করা ছিল। হঠাৎ বাসে আগুন ধরে যায়। আগুনে অনাবিল (ঢাকা মেট্রো ব ১৫-১৭৪২) পরিবহনের বাসটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন:  ঢাকা মেডিকেলে আগুন

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন। তিনি বলেন, হঠাৎ আগুন লাগা রহস্যজনক। কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। বিষয়টি তদন্ত চলছে। নাশকতা না অন্যকিছু তা তদন্তের পর বলা যাবে। ঘটনাস্থলে বাসের কাউকে পাওয়া যায়নি। যাত্রী নামিয়ে দিয়ে সাইনবোর্ড এলাকায় বাসটি পার্কিং করার পর আগুনের ঘটনা ঘটে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন জানান, বাসটির ইঞ্জিনে সমস্যা থাকায় মিস্ত্রী যখন ঠিক করছিলেন তখন স্ফূলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে কেউ কেউ বলছেন। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানান তিনি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *