<![CDATA[
ফরিদপুরের পদ্মার চরে ফের কুমির আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার (২২ অক্টোবর) ভোরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এক গৃহবধূ কুমিরের কামড়ে মারাত্মক আহত হয়েছেন।
আহত নারীর নাম পারুলী বেগম। বর্তমানে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পারুলী বেগম জানান, ফজর নামাজের পর হাঁস-মুরগির ছোটাছুটির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। এ সময় কুমির তার হাত ও পায়ে কামড় দেয়। পারুলীর চিৎকারে তার স্বামী এসে বাঁশ দিয়ে কুমিরকে পেটাতে থাকেন। পরে কুমিরটি বাড়ির পার্শ্ববর্তী বড় একটি দিঘিতে নেমে যায়।
আরও পড়ুন: করমজলে ডিম ফুটে বের হলো বিলুপ্তপ্রায় ৩৮ কুমির
এর আগে গত বছর একই স্থানে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। তখন কুমিরটিকে বন বিভাগের সহায়তায় খুলনায় নিয়ে যাওয়া হয়।
এদিকে কুমিরের কামড়ে গৃহবধূ আহত হওয়ার ঘটনায় এলাকায় ফের কুমির আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তাদের জানানো হয়েছে।
]]>