Skip to content

ফিলিপাইনের নাগরিকদের আর ভিসা দেবে না কুয়েত | আন্তর্জাতিক

ফিলিপাইনের নাগরিকদের আর ভিসা দেবে না কুয়েত | আন্তর্জাতিক

<![CDATA[

ফিলিপাইনের নাগরিকদের নতুন করে আর ভিসা দেবে না মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটি ফিলিপাইনিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যুর কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। বুধবার (২৪ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে।

সংবাদসংস্থা রয়টার্স জানায়, কর্মীদের সুরক্ষা ও নিয়োগকর্তাদের অধিকার নিয়ে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের এ দেশটির সঙ্গে ম্যানিলার ক্রমবর্ধমান দ্বন্দ্বের মাঝে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৪৭ লাখ। তার মধ্যে কুয়েতের নাগরিক ৩২ শতাংশ, শতাংশ ফিলিপাইনের নাগরিক, আর বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

চলতি বছরের জানুয়ারিতে কুয়েতের মরুভূমিতে ফিলিপিনো গৃহকর্মী জুলেবি রানারার মৃতদেহ উদ্ধার করা হয়। এই মরদেহ উদ্ধারের পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো কুয়েতে গৃহকর্মী পাঠানো বন্ধ ঘোষণা করে ফিলিপাইন।

আরও পড়ুন: ভিসা প্রাপ্তি সহজ হলো আফ্রিকার ৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের

ম্যানিলার এমন সিদ্ধান্তের পর দুই দেশের মাঝে সম্পর্কের অবনতি ঘটে এবং সবশেষ এ ভিসা স্থগিতাদেশ দিয়েছে কুয়েত।

ফিলিপাইনের বিপুলসংখ্যক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেন। দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশ আসে রেমিট্যান্স খাত থেকে।

ফিলিপাইনের অনেক নাগরিক তেল সমৃদ্ধ উপসাগরীয় রাষ্ট্র কুয়েতের মতো কিছু দেশে স্বল্প মজুরিতে গৃহকর্মী হিসেবে কাজ করেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *