<![CDATA[
ফিলিস্তিন ও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে ব্যর্থ হয়েছে মিশর। বৃহস্পতিবার (১১ মে ) ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ ইসরায়েল লক্ষ্য করে বহু সংখ্যক রকেট ছুড়েছে। তাতে একজন ইসরায়েলির মৃত্যু হয়েছে। খবর ডয়চে ভেলের।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েল যে বিমান হামলা করেছিল, তাতে তিনজন নারী, ছয় শিশু, ইসলামিক জিহাদের রকেট বাহিনীর প্রধান ও তার সহকারীসহ ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন।
গত তিন দিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে প্রবল সংঘর্ষ চলছে। মিশর মধ্যস্থতা করে এই সংঘর্ষে ইতি টানার চেষ্টা করেছিল। দুই পক্ষ যাতে সংঘর্ষ ও অস্ত্রবিরতিতে রাজি হয়, তার চেষ্টা করেছিল দেশটি। অতীতে তারা সফল হলেও এবার মিশর জানিয়েছে, তাদের চেষ্টা সফল হয়নি।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমরা অস্ত্রের ব্যবহার বন্ধ করে রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়ে শান্তি ফেরানোর চেষ্টা করেছিলাম। এখনও পর্যন্ত তাতে সফল হইনি।’
আরও পড়ুন:গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩০, আহত ৯০
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বিমানক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তার রেকর্ড করা ভাষণ প্রচার করা হয়েছে। সেখানে নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল প্রতিরক্ষা ও আক্রমণ দু’টিই করছে। কেউ যদি আমাদের ক্ষতি করে, তাহলে আমরা তাদের রক্ত নেব।’
ইসলামিক জিহাদ জানিয়েছে, শান্তির ক্ষেত্রে প্রধান শর্ত হলো- ইসরায়েলকে তাদের নেতাদের হত্য়া করা বন্ধ করতে হবে। তবে ইসরায়েল মনে করছে, ইসলামিক জিহাদের কম্যান্ডাররা যদি মারা যায় এবং তাদের রকেটের ভাণ্ডার কমে যায়, তাহলে আর তারা আক্রমণ করতে পারবে না।
]]>