Skip to content

ফিলিস্তিন ভূখণ্ডে হাজারো নতুন অবৈধ বসতির অনুমোদন ইসরাইলের | আন্তর্জাতিক

ফিলিস্তিন ভূখণ্ডে হাজারো নতুন অবৈধ বসতির অনুমোদন ইসরাইলের | আন্তর্জাতিক

<![CDATA[

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে কয়েক হাজার অবৈধ বসতি নির্মাণ করতে চলেছে ইসরায়েল। এ লক্ষ্যে নতুন আবাসন ইউনিট নির্মাণ পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের অতি ডানপন্থি সরকার। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে জানিয়েছে,  সোমবার (২৬ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিটি ৫ হাজারের বেশি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। তবে বাড়িগুলো কখন নির্মাণ শুরু হবে তা জানা যায়নি। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অধিকৃত অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা এবং ইসরায়েলের বসতি স্থাপন নীতির ক্রমবর্ধমান মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনার মধ্যে এই সিদ্ধান্ত আসে।

ফিলিস্তিনিদের এ বসতি নির্মাণকে অবৈধ এবং শান্তির প্রতিবন্ধক বলে মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সাত লাখের বেশি ইসরায়েলি বাস করে, যা ১৯৬৭ সালে ইসরায়েল ফিলিস্তিন থেকে দখল করে।

আরও পড়ুন: ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্মকর্তা ওয়াসেল আবু ইউসুফ বলেছেন, ‘নেতানিয়াহু সরকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে ও প্রকাশ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে সমস্ত বসতি স্থাপনকারী উপনিবেশবাদ অবৈধ।

পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার ইমরান খান বলেছেন, রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভায় অবৈধ বসতি নির্মাণের এই পদক্ষেপটিকে অনুমোদন করেছেন। একইসঙ্গে অবৈধ বসতি নির্মাণের সমর্থক অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে বসতি নির্মাণের জন্য ছয়-স্তরের প্রক্রিয়া বাইপাস করার অনুমতিও দেওয়া হয়েছে। আর এটি আন্তর্জাতিক আইনের অবৈধ বলে বিবেচিত।

আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় মধ্যস্থতা করবে চীন

বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেজালেল স্মোট্রিচের মধ্যে এই চুক্তিটি বেশকিছু সময় ধরে আলোচনার টেবিলে ছিল জানিয়ে ইমরান খান বলেন, এই অনুমোদন উগ্রপন্থি অর্থমন্ত্রীকে ‘সম্পূর্ণ অবৈধ বসতি-নির্মাণের প্রক্রিয়া কার্যকরভাবে গ্রহণ করার’ অনুমতি দেবে।

এদিকে ইসরায়েলের এই পদেক্ষেপে বিভিন্ন গোষ্ঠী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, এতে পুরো পশ্চিম তীর শিগগিরই ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বসতি স্থাপন কার্যক্রম অনুমোদন করা ‘পশ্চিম তীরের দখল কার্যক্রমকে পরিপূর্ণ করার কাজ বিপজ্জনকভাবে বাড়িয়ে দেবে’।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *