<![CDATA[
ফেনসিডিলসহ রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক সৌরভকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরলক্ষীপুর এলাকার বাবর আলীর মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইফতি হক সৌরভ (৩৪) রাজবাড়ী শহরের বড়পুল এলাকার এনামুল হকের ছেলে। তিনি রাজবাড়ী পৌরসভার গত কমিটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
আরও পড়ুন: ভেজাল ফেনসিডিল তৈরির কারখানা বেনাপোলে
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষীপুর এলাকার বাবর আলীর মুদি দোকানের সামনে থেকে এক বোতল ফেনসিডিলসহ প্রথমে ইফতি হক সৌরভকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যমতে চরলক্ষ্মীপুর এলাকার বিল্লাল হোসেনকে নিজ বাড়ি থেকে চার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে ফেনসিডিলসহ সহোদর গ্রেফতার
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
]]>