<![CDATA[
বাগেরহাটের ফকিরহাটে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মুখে স্কচটেপ লাগানো শুভ হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার মূলঘর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুভ হোসেন খুলনার খালিশপুরের মুজগুন্নি এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে। স্ত্রী নদী বেগম ও চার বছর বয়সী মেয়ে নুসরাত খাতুনকে নিয়ে তিনি মূলঘরের মো. শহিদ উদ্দিনের ভাড়া ঘরে থাকতেন। ৭ বছর আগে শুভ হোসেন ও নদী বেগম প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
আরও পড়ুন: ঢাবির কোয়ার্টারে ঝুলছিল সুখির মরদেহ
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা তা জানতে পুলিশ কাজ শুরু করেছে।
আরও পড়ুন: রাজধানীতে পার্কের ভেতরে ঝুলছিল যুবকের মরদেহ
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় শুভ হোসেনের মরদেহ ঝুলেছিল। মরদেহ উদ্ধারের সময় মৃতের স্ত্রী ও মেয়ে ছিলেন না। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তার মেয়েকে নিয়ে অন্যত্র চলে যান স্ত্রী।
]]>