<![CDATA[
বগুড়া কাহালুর ছয় ঘড়িয়া পাড়ায় বিমানবাহিনীর দুই আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান (পিটি-৬, মডেল নম্বর ৬১০২) যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ের পাশে একটি আলুক্ষেতে জরুরি অবতরণ করেছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
এ সময় গ্রুপ ক্যাপ্টেন মো. মাহবুব আলম এবং স্কোয়াড্রন লিডার মো. হালিমুল ইসলাম বিমানের পাইলট ছিলেন। এ ঘটনায় বিমানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া দুইজন পাইলটও শারীরিকভাবে সুস্থ আছেন।
আরও পড়ুন: বিমানবন্দর সড়কে যান চলাচলে বিকল্প ব্যবস্থা
জানা যায়, বিমানবাহিনী কর্তৃপক্ষ তাদের লোকজন নিয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছে। অন্যথায়, হেলিকপ্টারের সাহায্যে ভূপাতিত প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করে বিমানবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীদের নির্দিষ্ট দূরত্বে থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাহিনী কর্তৃপক্ষ ও পুলিশ।
]]>