Skip to content

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুক্ত, অবস্থান কর্মসূচি অব্যাহত | বাংলাদেশ

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুক্ত, অবস্থান কর্মসূচি অব্যাহত | বাংলাদেশ

<![CDATA[

বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান ও ট্রেজার ড. মোবারক হেসেনকে অবরুদ্ধ হওয়ার তিন ঘণ্টা পর মুক্ত করা হয়েছে। তবে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন চুক্তি ভিত্তিক ১৩৪ জন কর্মচারী। চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।

বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় উপাচার্যের দফতরের সামনের প্রধান ফটকে তালা বন্ধ করে উপাচার্যের কক্ষের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা।

আরও পড়ুন: র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না: ববি উপাচার্য

কর্মচারীরা জানিয়েছেন, বিগত সাত-আট বছর ১৩৪ জন চুক্তি ভিত্তিক চাকরি করে আসছে। বিগত উপাচার্য ও বর্তমান উপাচার্য তাদের বার বার আশ্বাস দিয়েও কোন কাজ করেনি। মঙ্গলবার একাডেমি কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে চুক্তিভিত্তিক কর্মচারীদের বিষয় কোন আলোচনা হয়নি। তাই বাধ্য হয়েই উপাচার্যের দফতরে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সদস্যরা ফটক ভেঙে উপাচার্যসহ অবরুদ্ধ থাকা সকলকে মুক্ত করেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *