Skip to content

বঙ্গোপসাগরে ডুবলো মালবাহী ট্রলার | বাংলাদেশ

বঙ্গোপসাগরে ডুবলো মালবাহী ট্রলার | বাংলাদেশ

<![CDATA[

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ার কবলে পড়ে এম.বি মোহছেন আউলিয়া নামে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণে কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে এ ঘটনা ঘটে।

 

এ সময় পাশে থাকা একটি জাহাজের সহযোগিতায় ট্রলারের আট মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়। ট্রলারটি চট্টগ্রাম থেকে পণ্য বোঝাই করে হাতিয়ার নলচিরা ঘাটে আসছিলো।

 

ট্রলার মালিক মোহাম্মদ আলী জানান, বুধবার (৭ জুন) রাত ৮টায় চট্রগ্রাম ফিশারি ঘাট থেকে মুদি ও হার্ডওয়্যার মালামাল নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওনা করে এম.বি মোহছেন আউলিয়া নামের ট্রলার। ট্রলারটি বৃহস্পতিবার বেলা ১২টায় বঙ্গোপসাগরের কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে এলে ঝড়ের কবলে পড়ে ট্রলারের বাইন ফেটে যায়। এ সময় ট্রলারের ইঞ্জিনরুমে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বাতাসের তীব্রতায় ট্রলারে থাকা ৮ মাঝি-মাল্লাসহ ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

 

 

এসময় পাশে থাকা এমবি মায়মুনা ১০ নামের একটি জাহাজে থাকা নাবিকরা মাঝি-মাল্লাদের উদ্ধার করেন। উদ্ধার জেলেদের বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়ার নলচিরা ঘাটে নামিয়ে দেয়া হয়। রাত ১০টা পর্যন্ত ট্রলারটির কোনো সন্ধান মেলেনি।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের মালিকের পক্ষে মো. জিহাদ উদ্দিন নামে একজন থানায় সাধারণ ডায়েরি করেছেন।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *