Skip to content

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, তীব্র ঝড়সহ হতে পারে শিলাবৃষ্টি | বাংলাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, তীব্র ঝড়সহ হতে পারে শিলাবৃষ্টি | বাংলাদেশ

<![CDATA[

পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ঢাকাসহ ছয় বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

শুক্রবার (০৫ মে) সন্ধ্যা ৬ টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের কারণে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি পর্যন্ত হতে পারে।

 

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’: জনপ্রিয় কফির নামে কেন এ নাম

ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

পরবর্তী দুই দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের কারণে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। যার প্রভাবে সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তিতুলিয়ায় ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *