<![CDATA[
শঙ্কা জেগেছিল আগেই। লিগে বাজে পারফর্মেন্সের কারণে যেকোনো দিন বরখাস্ত হতে পারেন অ্যাস্টন ভিলার কোচ। সেই শঙ্কা সত্যি হতে বেশি দেরি হয়নি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) অ্যাস্টন ভিলার কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হন স্টিভেন জেরার্ড।
প্রিমিয়ার লিগের মিড উইক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ফুলহ্যাম। তারপরই ক্লাব জেরার্ডকে ছাঁটাই করে। জেরার্ডকে ছাঁটাই করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা স্টিভেনকে তার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাতে চাই এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’
২০২১ সালের নভেম্বরে ডিন স্মিথকে ক্লাবের ম্যানেজারের পদ থেকে ছাঁটাইয়ের পর ইংলিশ লিজেন্ড স্টিভেন জেরার্ডকে অ্যাস্টন ভিলার দায়িত্ব দেয়া হয়। তবে মাত্র ১১ মাসের মাথায়ই তাকে বরখাস্ত করল ক্লাবটি।
আরও পড়ুন: ম্যাচ শেষের আগে মাঠ ছাড়ায় রোনালদোর ‘শাস্তি’
ক্লাবে নিজের ফুটবল ক্যারিয়ার শেষের পর লিভারপুলের অনূর্ধ্ব-১৮ এবং ১৯ দলের দায়িত্ব পেয়েছিলেন জেরার্ড। এরপর স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নিয়ে দারুণ সফলতা পেয়েছিলেন সাবেক এই লিভারপুল খেলোয়াড়। সেখানে তিন মৌসুমে রেঞ্জার্সকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ১০ বছর পর রেঞ্জার্সকে এনে দিয়েছিলেন লিগ শিরোপা, যেখানে তারা একটি ম্যাচও হারেনি।
ভিলার দায়িত্ব পাওয়ার পর রেঞ্জার্সের সঙ্গে চুক্তি শেষ করেন ৪২ বছর বয়সী এই খেলোয়াড়। তবে ভিলাতে এসে নিজেকে প্রমাণ করতে পারেননি জেরার্ড। এদিকে জেরার্ডের উত্তরসূরি কে হবেন এখনও জানায়নি ভিলা।
]]>