Skip to content

বর্ণবাদের প্রতিবাদে খেলতে গিয়ে বর্ণবাদের শিকার! | খেলা

বর্ণবাদের প্রতিবাদে খেলতে গিয়ে বর্ণবাদের শিকার! | খেলা

<![CDATA[

গিনির বিপক্ষে ব্রাজিলের খেলা ছিল বর্ণবাদের প্রতিবাদে। সেই খেলাতেই বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ খোদ ভিনিসিউস জুনিয়রের। তবে এবার মাঠের মধ্যে ঘটেনি এমন ঘটনা। স্টেডিয়ামের বাইরে এক নিরাপত্তাকর্মী ভিনির বন্ধুকে নিয়ে এমন ঘৃণ্য আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টায় স্পেনের বার্সেলোনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও গিনি। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আফ্রিকার দুটি দেশের বিপক্ষে খেলার ঘোষণা দিয়েছিল সেলেসাওরা। যার একটি ছিল গিনির বিপক্ষে।

তবে এই ম্যাচেও বর্ণবাদের অভিযোগ তুলেছেন ব্রাজিল তারকা ভিনিসিউস। এক টুইট বার্তায় ভিনি লিখেছেন, ‘যখন আমি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো জার্সি পরে খেলছিলাম, ঠিক সে সময়ে আমার বন্ধু বর্ণবাদের শিকার হয়েছে। এমন ঘটনা দুঃখজনক। স্টেডিয়ামের পেছনের অবস্থা খারাপ ছিল। ওখানকার সিসিটিভি ফুটেজে কোথায়?’

 

আরও পড়ুন: গিনিকে উড়িয়ে বিশ্বকাপের পর প্রথম জয় ব্রাজিলের

জানা গেছে, ভিনিসিউসের বন্ধু ফিলিপে সিলভা যখন মাঠে প্রবেশ করছিলেন, তখন এক নিরাপত্তাকর্মীর থেকে বাজে আচরণের শিকার হন তিনি। ওই নিরাপত্তাকর্মী পকেট থেকে কলা বের করে সিলভাকে বলেছেন, হাত ওপরে তোলো তোমার জন্য এটাই আমার অস্ত্র।

সম্প্রতি ক্রীড়াঙ্গনে বর্ণবাদী আচরণ মাথাচাড়া দিয়ে উঠেছে। লা লিগায় ঘৃণ্য এই আচরণের শিকার হয়েছেন ভিনি। মূলত এর প্রতিবাদ করতেই আফ্রিকার দুটি দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় ব্রাজিল। আগামী ২১ জুন রাত ১টায় সেনেগোলের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *