Skip to content

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই মানুষের আস্থা অর্জন সম্ভব’ | বাংলাদেশ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই মানুষের আস্থা অর্জন সম্ভব’ | বাংলাদেশ

<![CDATA[

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে৷ যারা ভালো সাংবাদিকতা করে মানুষ তাদের ওপর আস্থা রাখে, বিপদ আসলে পাশে দাঁড়ায়।

শনিবার (০৬ মে) দুপুরে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) আয়োজিত ময়মনসিংহ প্রেসক্লাবে অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভালো সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সাংবাদিকরা যেন একটি স্বস্তি নিয়ে কাজ করতে পারে সে লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন কাজ করছে।

আরও পড়ুন: প্রথম আলোর মতলবি সাংবাদিকতা

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল আহসান বুলবুল বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটির জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এবারের উদযাপনের বিশেষ তাৎপর্য রয়েছে। ৩০ বছর আগে, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিবসটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের স্বীকৃতি দেয়।

এমইউজে সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএফইউজের সহসভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *