Skip to content

বাংলাদেশকে নিয়ে রঙিন স্বপ্ন দেখছেন শান্ত | খেলা

বাংলাদেশকে নিয়ে রঙিন স্বপ্ন দেখছেন শান্ত | খেলা

<![CDATA[

বিশ্বকাপে যা আগে কখন‌ও হয়নি, এবার সেটি করা সম্ভব। বর্তমান বাংলাদেশ দলকে নিয়ে এমন বিশ্বাস রয়েছে নাজমুল হোসেন শান্তর। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও বিশ্বকাপ নিয়ে সবাই দেখছেন বড় স্বপ্ন। শান্তরও রয়েছে রঙিন স্বপ্ন, সেটি বিশ্বকাপ জেতার।

বাংলাদেশ দল যে পর্যায়ে রয়েছে তাতে ট্রফি জয় অসম্ভব কিছু না। মাঠের কাজটি ঠিকভাবে করলে স্বপ্ন পূরণ করা সম্ভব। তামিম ইকবালদের নিয়ে ভারত বিশ্বকাপের আগে এমনটি মনে করেন ভক্তরাও। 

 

আরও পড়ুন: মাশরাফীকে মেন্টর করার ব্যাপারে যা বললেন পাপন

আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ জাতীয় দলের বড় কোনো অর্জন। ছোটরা বিশ্বকাপ জিতেছে, মেয়েরা জিতেছে এশিয়া কাপ। টাইগারদের ট্রফি ক্যাবিনেটে শুধুই একটি ত্রিদেশীয় শিরোপা। আর আছে তিনটি এশিয়া কাপে রানার্সআপের হতাশা।

প্রতিটি মহাদেশীয় বা বিশ্ব আসর যখন ঘনিয়ে আসে, তখন প্রত্যাশা বাড়ে বাংলাদেশ দল নিয়ে। ২০১৯ বিশ্বকাপে বড় স্বপ্ন দেখে ফিরতে হয়েছিল কেবল ৩ জয় নিয়ে। সঙ্গী হয় পাহাড়সম সমালোচনা। তবে এবার সব ভুলে প্রস্তুত টাইগার বাহিনী। সামনেই বিশ্বকাপ। তার আগে আছে এশিয়া কাপও। ওডিআই সুপার লিগ আর সাম্প্রতিক ফর্ম এবারও দেখাচ্ছে ভালো কিছুর আশা। 

ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘একটি কথা সব সময় হয়, আমরা ভালো টিম। নিজেদের মধ্যে বিশ্বাস আছে। বাংলাদেশ যে কাজ বিশ্বকাপে কখনও করেনি এবার সেটি করা সম্ভব। এমন আলোচনা হয়। নিজেদের কাজ নিয়ে ফোকাস থাকার চেষ্টা করছি। দূরের কথা কম হয়। সব সময় কথা হয় কীভাবে আরেকটু ভালো করতে পারি। দলের হয়ে ধারাবাহিকভাবে কন্ট্রিবিউট করতে পারি, এটিই আলোচনা হয়।’

 

আরও পড়ুন: উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে যা বললেন রোহিত

শান্ত আরও বলেন, ‘সব খেলোয়াড়ের স্বপ্ন বিশ্বকাপ খেলবে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। এবার ওয়ানডে বিশ্বকাপ। এই ফরম্যাট পছন্দের, বিশ্বকাপ খেললে একটা স্বপ্ন পূরণ হবে। কিন্তু দল হিসেবে স্বপ্ন তখনই পূরণ হবে, যখন কিছু অর্জন করবো। এখন বাংলাদেশ দল যে পর্যায়ে আছে তাতে সহজে একটি শিরোপা জেতা সম্ভব।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *