Skip to content

বাংলাদেশি কর্মী ও বিনিয়োগকারীদের সুখবর দিল সৌদি | আন্তর্জাতিক

বাংলাদেশি কর্মী ও বিনিয়োগকারীদের সুখবর দিল সৌদি | আন্তর্জাতিক

<![CDATA[

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে সৌদি আরব। এছাড়া দেশটির বিভিন্ন খাত বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য উন্মক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা আল-দুহাইলান।

বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সৌদি আরব সফরের আগে এ কথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত। মঙ্গলবার (২৫ জুলাই) আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। রাষ্ট্রদূত এসা আল-দুহাইলান বলেন, সৌদি আরবে ২৮ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। প্রবাসী শ্রমিকের সংখ্যার দিক থেকে তারাই বেশি। বাংলাদেশি শ্রমিকরা পরিশ্রমী হিসেবে পরিচিত। তারা সৌদি আরবের উন্নয়নে অংশ নিচ্ছেন। 

 

আরও পড়ুন: সৌদি আরবে এবার বাধ্যতামূলক হলো ওমরাহ বিমা

 

তিনি বলেন, সৌদি আরবে আপনি যেখানেই যাবেন, সেখানেই বাংলাদেশিদের দেখতে পাবেন। বিভিন্ন অনুষ্ঠানে তারা তাদের আয় এবং ব্যবসার সমৃদ্ধির কথা জানিয়ে সৌদি আরব এবং (সৌদি) জনগণকে ধন্যবাদ জানায়। তাদের অনেকেই সৌদি আরবের প্রতি অনুগত।

 

রাষ্ট্রদূত বলেন, তাদের প্রচেষ্টা সম্পর্কে সৌদি আরবের সরকার এবং জনগণ ভালো করেই জানে। তারা সৌদি আরবের উন্নয়নে অংশ নিচ্ছে।

 

প্রতিবেদনে বলা হয়, ‘নিওম’ শহরের মতো বেশ কিছু মেগা প্রকল্পের জন্য সৌদি আরবে বিপুল জনশক্তির প্রয়োজন। তাই দেশটির কর্তৃপক্ষ বিদেশিদের কর্মীদের আরও বেশি বেশি সুযোগ দিচ্ছে। বিশেষ করে পেশাদারদের জন্য। 

 

সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, আমাদের নতুন পরিকাঠামো আছে, আমাদের মেগা প্রকল্প আছে। এ জন্য দক্ষ কর্মী প্রয়োজন। আমরা বিভিন্ন খাতে সৌদি আরবে কাজ করতে যাওয়ার জন্য সব ধরনের পেশাদারদের স্বাগত জানাই।’

 

আরও পড়ুন: সৌদি নাগরিকদের আমন্ত্রণে ভিজিট ভিসায় ওমরাহ পালনের সুযোগ

 

তিনি বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশিদের নিজেদের প্রশিক্ষণের জন্য অনুরোধ করছি। এতে দুই দেশেরই উপকার হবে। আমরা দক্ষ কর্মী পাব এবং বাংলাদেশি নাগরিকদের জন্য বাংলাদেশও বিনিয়োগ করবে।’

 

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল চলতি মাস অথবা আগস্টে সৌদি আরব সফর করবেন। তারা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সেখানে অবকাঠামো, ভবন নির্মাণ, কৃষি, পোশাক, মৎস ও খামারের মতো অনেক খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। যেকোনো খাতে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *