<![CDATA[
সবশেষ আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন। এরপর অ্যাওয়ে সিরিজেও ডাক-ই পাননি। ঘরোয়া ক্রিকেটেও তেমন পারছেন না নিজেকে মেলে ধরতে। তবুও নির্বাচকদের ভাবনায় ভালোভাবেই আছেন আফিফ হোসেন। জাতীয় দলের সাথে ইংল্যান্ডে না যেতে পারলেও এবার তাকে অন্য ভূমিকায় দেখা যাবে।
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য বুধবার (এ এপ্রিল) দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন আফিফ হোসেন। দলে ডাক পেয়েছেন টেস্ট দলের নিয়মিত মুখ জাকির হাসান।
চোটের কারণে সবশেষ আয়ারল্যান্ড সিরিজ মিস করেছেন, এবার অ্যাওয়ে সিরিজেও দলে থাকতে পারেননি সেই ইনজুরির কারণে। তবে চোট কাটিয়ে মাঠে ফিরেই ডিপিএলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন জাকির। এবার তাকে ‘এ’ দলে সুযোগ দিয়েছে নির্বাচক প্যানেল।
আরও পড়ুন: পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারল বাংলাদেশ
জাতীয় দলের ডানহাতি স্পিনার নাইম হাসানও থাকছেন এ সিরিজে। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রিশাদ হোসেনও ডাক পেয়েছেন এ সিরিজে। সুযোগ পেয়েছেন বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা রেজাউর রহমান রাজাও।
তিনটি চার দিনের ম্যাচ খেলার জন্য এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। আগামী ১৬ মে থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। পরের দুটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আরও পড়ুন: বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব ও তাসকিন
বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, জাকের আলী, শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান, তানজিম হাসান ও রিপন মণ্ডল।
]]>