<![CDATA[
থাইরয়েডের অপারেশন করার ক্ষেত্রে দাগহীন অপারেশনকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ জুন) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক থাইরয়েড নোটস (ন্যাচারাল অরিফিস থাইরয়েড এন্ডোস্কোপিক সার্জারি) কনফারেন্সে
এ স্বীকৃতি দেয়া হয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মাহবুব আলমের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালের সার্জন লেফটেন্যান্ট কর্নেল ডা. অনুঅং অনকুন দাগহীন থাইরয়েড (গলগণ্ড) অপারেশন সম্পন্নকারী দেশ হিসেবে বাংলাদেশকে এ স্বীকৃতি দেন।
অনুষ্ঠানে বলা হয়, বিশ্বের ৪৪টি দেশে এ অপারেশন নিয়মিত হলেও বাংলাদেশে আগে এ পদ্ধতিতে অপারেশন হতো না। ২০২২ সালের নভেম্বর মাসে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ আবাসিক সার্জন ডা. মাহবুব আলম প্রথম দাগহীন অপারেশন শুরু করেন।
আরও পড়ুন: ফুসফুস ক্যান্সারের প্রতিকার ও চিকিৎসা
সাধারণ অপারেশনের ক্ষেত্রে বাইরে দাগ থাকলেও ঠোঁটের নিচে ছিদ্র করে এ ধরনের অপারেশন করা হয় বলে বাইরে কাটার কোনো দাগ থাকে না। এ অপারেশনের মূল উদ্দেশ্য হলো রোগীকে কম ক্ষত করা যায়। যাতে করে অপারেশনে ব্যথাও কম থাকে। ফলে রোগীকে হাসপাতালে বেশি দিন থাকতে হয় না।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মাহবুব আলম এ অপারেশন নিয়মিত করে যাচ্ছেন। এ অপারেশনে কোন দাগ থাকে না বিধায় রোগী ও রোগীর স্বজনরা খুব খুশি হয়।
আরও পড়ুন: অগ্ন্যাশয়ের ক্যান্সার: কারণ, লক্ষণ ও প্রতিকার
তবে সাধারণ অপারেশনের চেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হয় বিধায় এ অপারেশনে খরচ কিছুটা বেশি হয়।
]]>