<![CDATA[
রাজধানীর বাংলামটর এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সাধনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) যোবাইন ফেরদৌস জানান, বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে গলির সংলগ্ন মেইন রোডে রাস্তা পার হওয়ার সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এদিকে নিহত সাধনার ছোট ভাই সোবহান জানান, তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে। সাধনার স্বামীর নাম খালেক মিয়া। এক ছেলে ও দুই মেয়ে সহ পুরাতন ইস্কাটন গার্ডেনের একটি বাড়িতে থাকতেন। সেখানে এক বয়স্ক ডাক্তার গৃহকর্তার বাসায় গৃহপরিচারিকার হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: থেমে থাকা ট্রাকে ধাক্কা, বাসের হেলপারসহ নিহত ২
তিনি আরও জানান, বাসার বাজার করার জন্য তিনি রাতে বের হয়েছিলেন। বাজার করে বাসায় ফেরার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় দুটি বাস রেষারেষি করে চালিয়ে যাচ্ছিলো। তখন বিহঙ্গ পরিবহনের বাসটি সাধনা বেগমকে ধাক্কা দেয়।
]]>