<![CDATA[
সেমস-গ্লোবাল ইউএসএ-র আয়োজনে তিন দিনব্যাপী ‘১৬তম ঢাকা মোটর শো ২০২৩’ এর শেষ দিনে ২৫ শতাংশ ছাড়ে বাইক এক্সিসরিজ দিচ্ছে কুইকফিক্স।
শনিবার (১৮ মার্চ) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ১৬তম ঢাকা মোটর শো-২০২৩-এর প্রদর্শনীতে কুইকফিক্স প্যাভিলিয়ন বাইকারদের পদচারণায় মুখর।
কুইকফিক্সের ফাউন্ডার মুন্না আলী সময় সংবাদকে বলেন, টায়ারজেল, অকটেন বুস্টার, উইন্ড ব্রেকার, বাইক কাভার, রাইডিং জ্যাকেট থেকে শুরু করে প্রায় সব প্রডাক্টে ২০ থেকে ২৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ঢাকা মোটর শো’তে হেলমেটে বড় ছাড়
তিনি আরও বলেন, ৫০ টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা পর্যন্ত সব প্রডাক্টে এই ছাড় রয়েছে। এছাড়া ক্রেতারা উইন্ড ব্রেকার প্রডাক্টটি সবচেয়ে বেশি পছন্দ করছেন বলে জানান মুন্না আলী।
এর আগে ১৬ মার্চ সেমস-গ্লোবাল ইউএসএ-র আয়োজনে শুরু হয় ‘১৬তম ঢাকা মোটর শো ২০২৩’। ঢাকা মোটর শো চলাকালীন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘৭ম ঢাকা বাইক শো-২০২৩’, ‘৬ষ্ঠ ঢাকা অটোপার্টস শো ২০২২’ এবং ‘৫ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৩’।
আরও পড়ুন: ঢাকা মোটর শোতে বাজাজের ১০ মডেলের বাইক
তিন দিনব্যাপী চলমান এ প্রদর্শনীতে জাপান, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ প্রায় ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড ও প্রদর্শক অংশ নিয়েছে। ৫৫০টি বুথে মোটরগাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রাংশ প্রদর্শন করছেন ৩৩০ জন প্রদর্শক।
বাংলাদেশের অটোমোটিভ শিল্পের একমাত্র এ আন্তর্জাতিক প্রদর্শনীতে ২৫টির বেশি ভারতীয় কোম্পানি অংশ নিয়েছে। মোটরপ্রেমী ও অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের একটি ওয়ানস্টপ প্লাটফর্ম এ ঢাকা মোটর শো।
]]>