<![CDATA[
বাগেরহাটের রামপালে হঠাৎ করে এক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন শিক্ষকরা। শিক্ষার্থীরা গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- নিপাহ (১৪), কারিমা (১২), তানিয়া (১৩), চায়না (১২), জুইমনি (১২), অন্তরা (১২), শাহাদাৎ (১৪), তুলি (১২), শবনাম (১৪), সফিয়া (১৩) ও সাবিনা (১২)। এরা সবাই সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: জনবল সংকটে ধুঁকছে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এখন সবাই সুস্থ আছে।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল বলেন, এটি গণ হিস্টিরিয়া। আমরা বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগীদের ভর্তি করে চিকিৎসা দিয়েছি। তাদের গ্যাস্ট্রিক বা অন্য কোন সমস্যা নেই, তবে একটি ছেলে পূর্ব থেকেই অসুস্থ ছিল।
]]>