Skip to content

বাদ পড়ার কথা চিন্তা করছে না আর্জেন্টিনা | ফুটবল বিশ্বকাপ

বাদ পড়ার কথা চিন্তা করছে না আর্জেন্টিনা | ফুটবল বিশ্বকাপ

<![CDATA[

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে শেষ ষোলোর সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেছে আর্জেন্টিনার জন্য। শেষ ষোলো নিশ্চিত করতে পরের দুই ম্যাচে জিততেই হবে মেসি-ডি মারিয়াদের। তবে গ্রুপের অন্য দলগুলো বাকি ম্যাচগুলোতে জয় পেলে সমীকরণ আরও কঠিন হতে পারে আলবিসেলেস্তেদের।

শনিবার বাংলাদেশ সময় রাত একটায় মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছে আর্জেন্টিনা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলটির ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ বলেন, ‘আগামীকাল আমাদের জন্য ফাইনাল। আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দেখানোর সময়ই এটা।’

বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব (বাদ পড়া) নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। কোনো চাপ নেই আমাদের। আমাদের নিজেদের কাজের প্রতি আস্থা আছে। আস্থা আছে কোচিং স্টাফের ওপরও। আমরা শান্তই আছি।’

 ‘সি’ গ্রুপের সমীকরণ

প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে সৌদি আরব। পরের দুই ম্যাচের একটিতে জয় পেলেই মোটামুটি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে আর্জেন্টিনার হারের পর বাকি দুই দল নিশ্চয়ই আগের চেয়ে বেশি সতর্ক হয়েই নামবে তাদের বিপক্ষে।

প্রথম ম্যাচে ড্র করা মেক্সিকো বাকি দুই ম্যাচেই জয় পেলে পয়েন্ট দাঁড়াবে ৭। একই হিসাব পোল্যান্ডের ক্ষেত্রেও। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে যদি তারা হেরে যায় ও সৌদি আরবের সঙ্গে জিতে যায় তবে তাদের পয়েন্ট দাঁড়াচ্ছে ৪। সে ক্ষেত্রেও তাদের সুযোগ থাকতে পারে পরের রাউন্ডে যাওয়ার, যদি পোল্যান্ডও পরের দুই ম্যাচের একটিতে হারে ও অপরটিতে ড্র করে।

আরও পড়ুন: মেসিকে হারাতে চান মেক্সিকান গোলরক্ষক

সে ক্ষেত্রে গোল ব্যবধান বা মুখোমুখি লড়াইয়ের ফলের ওপর নির্ভর করবে পরের রাউন্ড। তবে পোল্যান্ড-মেক্সিকো পরের দুই ম্যাচে একটি করে ড্র ও জয় পেলেও আর্জেন্টিনাকে জয় পেতে হবে বাকি দুই ম্যাচেই।

সমীকরণ আছে আরও। আর্জেন্টিনা যদি বাকি দুই ম্যাচের একটিও না জেতে, তবে গ্রুপের বাকি তিন দলও আর কোনো ম্যাচ না জিতেই পরের রাউন্ডে যেতে পারবে। সে ক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সৌদি আরব। পোল্যান্ড ও মেক্সিকো উভয়েরই পয়েন্ট হবে ৩। সে ক্ষেত্রে বাকি সব হিসাব-নিকাশের পর এই দুই দলের কেউ হবে গ্রুপ রানার্স আপ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হবে আর্জেন্টিনার।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *