Skip to content

বাবার বিরুদ্ধে সন্তানকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগ | বাংলাদেশ

বাবার বিরুদ্ধে সন্তানকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগ | বাংলাদেশ

<![CDATA[

গোপালগঞ্জে নিজ সন্তানকে মাটিতে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বাবা সাইফুল ইসলামের বিরুদ্ধে। নিহত শিশুটির নাম জুনায়েদ সিদ্দিকী (৫)। পরে অভিযুক্ত সাইফুলকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

নিহত শিশুর মা কামরুন্নাহার বেগম জানান, গোপালগঞ্জের সদর উপজেলার উত্তর শুকতাইল গ্রামে থাকেন তারা। তার স্বামী সাইফুল ইসলাম রাজমিস্ত্রির কাজ করেন, আবার কখনও রিকশা চালান। গত শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সাইফুল বাইরে থেকে বাড়িতে ফিরে বিছানায় শুয়ে পড়েন। পাশেই ছিল সন্তান ও স্ত্রী।

হঠাৎ তিনি স্ত্রীকে বলতে শুরু করেন, ‘আমার পাশে সাপ, কোপ দিয়ে ওর মাথাটা কাইটা ফালাও।’ এটি শুনে স্ত্রী হতভম্ব হয়ে পড়েন। তখন স্বামীকে বলেন, ‘পাশে তাদের ছেলে জুনায়েদ শুয়ে আছে, কোনো সাপ নেই।’ এরপরই সাইফুল জুনায়েদের শরীরে কিল-ঘুষি মারতে থাকেন। তখন বাধা দিলে কামরুন্নাহারের মাথায় মোবাইল ফোন দিয়ে আঘাত করে।

আরও পড়ুন: নরসিংদীতে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার

এতে, শিশুটির মা ভয়ে কাউকে ডাকার জন্য ঘরের দরজা খুলতে গেলে জুনায়েদকে উপরে তুলে কয়েকবার মাটিতে আছড়ে ফেলেন  সাইফুল।

স্বজনরা জানান, আহত অবস্থায় শিশুটিকে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি দেখে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিশুটির বাবা সাইফুল ইসলাম অসংগত কথাবর্তা বলতে শুরু করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *