Skip to content

বার্সা ও রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান পাঁচ | খেলা

বার্সা ও রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান পাঁচ | খেলা

<![CDATA[

প্রতাপের সঙ্গে ঘরোয়া ফুটবলের ২০২২-২৩ মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। যদিও সেই প্রতাপ লম্বা সময় ধরে ছিল না তাদের। বার্সেলোনার ক্ষেত্রে আবার ব্যাপারটা উল্টো। বাজেভাবে মৌসুম শুরু হলেও তারা এখন দুর্দান্ত ফর্মে।

উড়ন্ত বার্সা দুরন্ত ফর্ম দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করেছে অনেক আগেই। শঙ্কা জাগছিল, রিয়াল মাদ্রিদ বোধহয় লা লিগা জেতার দৌড় থেকে ছিটকে যাবে। কিন্তু কার্লো আনচেলত্তির শিষ্যরা আবার ঘুরে দাঁড়িয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওসাসুনাকে হারিয়ে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচে নিয়ে এসেছে তারা।

আরও পড়ুন: মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলতেই হবে: ডি মারিয়া

ওসাসুনার বিপক্ষে রিয়াল মদ্রিদের জয় ২-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন ফেদে ভালভার্দে ও মার্কো এসেন্সিও। গোল ছাড়া বাকি সব ক্ষেত্রে অবশ্য ওসাসুনা ও রিয়ালের মধ্যে লড়াই হয়েছে প্রায় সমানে সমানে। রিয়াল মাাদ্রদের মতো প্রায় সমানসংখ্যক আক্রমণ-প্রতিরোধ করতে হয়েছে ওসাসুনার।

লিগে এবার রিয়াল মাদ্রিদের এটি ১৬তম জয়। ২২ ম্যাচের মধ্যে ৩টিতে হার ও ৩টিতে ড্র করেছে তারা। আনচেলত্তি শিষ্যদের পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে  বার্সেলোনা। এছাড়া ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদ তিনে ও ৩৮ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ চারে অবস্থান করছে।

আরও পড়ুন: মেসি ফিরবেন না বার্সায়, ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

রিয়ালের সামনে আরও বড় ম্যাচ অপেক্ষা করছে। আগামী ৩ দিনের মাথায় তারা খেলবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়। ওই ম্যাচে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ লিভারপুল।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *