<![CDATA[
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ক্যাপশনে লিখলেন ‘ও প্রিয়তমা, আমার প্রিয়তমা’। একই সময়ে ছবি পোস্ট করলেন এসময়কার জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। তিনি ক্যাপশনে লিখলেন ‘আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা।’
দুজনের এই পোস্টে রহস্যের গন্ধ পাচ্ছে নেটিজেনরা। এরমধ্যেই শুরু হয়েছে তোলপাড়। অনেকেই আঁচ করছেন কোনালের সঙ্গে গান করছেন তরুণ প্রজন্মের নস্টালজিয়া বালাম। হয়তো এই গানের মধ্য দিয়েই দুর্দান্ত কামব্যাক হবে বালামের।
তবে ভক্তদের এখনই এ ব্যাপারে কিছু বলতে নারাজ বালাম। সময় সংবাদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন এ ব্যাপারে জানতে, করতে হবে অপেক্ষা। তবে ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আবারও পূর্ণোদ্যমে ফিরছেন বালাম তা আগেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: গানে ফিরলেন বালাম
বালামের পুরো নাম কাজী মোহাম্মদ আলী জাহাঙ্গীর বালাম। বালাম নামেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। একাধারে সংগীতশিল্পী, সংগীত পরিচালক, সুরকার ও কম্পোজার তিনি। জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের ‘কৈশোর’ গানটিতে সুর করার মধ্য দিয়ে সংগীতভুবনে পা রাখেন এ শিল্পী।
আরও পড়ুন: কার্তিক-কিয়ারার সিনেমায় নতুন করে ‘পাসুরি’
১৯৯৫ সালে বালাম তার বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘রেনিগেডস’, যেখানে বালাম একই সঙ্গে গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান সময়ের আরেক সংগীত তারকা হাবিব ওয়াহিদ ছিলেন ব্যান্ডটির কিবোর্ডিস্ট।
তারপর একে একে অনেক গান দিয়ে ভক্ত হৃদয় ছুঁয়েছেন এই শিল্পী। বিভিন্ন মিশ্র অ্যালবাম, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে সংগীত পরিচালনা করেছেন। একাধিক টিভি নাটকেও অভিনয় করেছেন গুণী এই শিল্পী। কিন্তু নানা কারণে গানের জগৎ ছেড়ে অন্তরালে চলে যান হুট করেই।
]]>