<![CDATA[
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)। এ সময় তাদের কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা, ১২ গ্রাম ক্রিস্টাল মিথাইল আইস, সাড়ে চার কেজি গাঁজা, মাদক বিক্রির ৪৫ হাজার টাকা, মাদক মাপার নিক্তি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ মিঠাখালী থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: আবুল বাশার ওরফে কালাম, মো. মাহাবুব হাওলাদার, মো. রত্তন আলী হাওলাদার ও দুই নারী।
আরও পড়ুন: সিলেটে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন জানান, গোপন খবর পেয়ে সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের স্লুইচ গেট এলাকার রত্তন হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দুই নারী ও তিন পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ওই সব মাদক উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘ডিবি পুলিশ মাদকসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে বলে শুনেছি। তাদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।’
]]>