<![CDATA[
কয়েক দিন ধরে ঢাকার বায়ুমানে যথেষ্ট উন্নতি হয়েছে। রোববার (২৫ জুন) বায়ুদূষণে শীর্ষে ১০ এর তালিকায় ঢাকার অবস্থান আজ নবমে রয়েছে।
সকাল ১০টা ১৮ মিনিটে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৯৭, যা মাঝারি ধরনের অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এ স্কোর নিয়ে ঢাকা রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকার ৯ নম্বরে। তবে বর্ষা শুরু হওয়ায় ঢাকার বাতাসের মান ওঠানামার মধ্যে রয়েছে। বেশ কয়েকদিন ধরে ঢাকা বাতাসের মান ভালোর দিকে।
একই দিন একিউআই সূচকে ১৬০ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তালিকায় দেখা গেছে ব্রাজিলের একটি শহর ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় এবং পাকিস্তানের লাহোর ১৫৩ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
আরও পড়ুন: পরিবেশ দূষণ রোধে রঙিন ডাস্টবিনের মানে জানুন
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
কয়েক দিনের বৃষ্টির কারণে ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। ঢাকার বাতাস এখন মাঝারি ধরনের দূষিত বলে জানাচ্ছে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার।
]]>