<![CDATA[
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলে তার জন্য নির্বাচন বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম।
শনিবার (১৭ জুন) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় মাঠে আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মির্জা আজম বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ১৯৭১ সালে পিস কমিটির নেতা ছিলেন। ফখরুল রাজাকারের সন্তান। তিনি ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে থাকতে পারেননি। তখন ভারতে গিয়ে অবস্থান নিয়েছিলেন তিনি। কারণ মুক্তিযোদ্ধারা সে সময় তাকে পেলে হত্যা করত।’
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে। রাজাকার-আলবদরের সন্তানরা এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে।
আরও পড়ুন: ফখরুল মঞ্চে উঠতেই প্রধানমন্ত্রীকে ফের হত্যার হুমকি, বিএনপি নেতা গ্রেফতার
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আলতাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি দিদার পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
]]>