Skip to content

বিএনপির হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মামলা চলবে: আপিল বিভাগ | বাংলাদেশ

বিএনপির হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মামলা চলবে: আপিল বিভাগ | বাংলাদেশ

<![CDATA[

বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১ জুন) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে ২০২০ সালের ৫ অক্টোবর বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

 

আরও পড়ুন: আবারও তারেক-জোবাইদার মামলায় আদালতে হট্টগোল

সে সময় আইনজীবী খুরশিদ আলম খান জানান, মানি লন্ডারিংয়ের মাধ্যমে হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজার সিঙ্গাপুরের স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক হিসাবে ১ লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় মামলা করে।

এ মামলায় ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত অভিযোগ আমলে নেন। পরে ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করেন। মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকাবস্থায় তিনি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ২০২০ সালের ৭ জানুয়ারি হাইকোর্ট তার সে আবেদন খারিজ করে দেন। এরপর হাফিজ ইব্রাহিম আপিল বিভাগে আবেদন করেন।

আপিল বিভাগ হাফিজ ইব্রাহিমের আবেদন খারিজ করে বিচারিক আদালতে কোনো প্রকার মুলতবি ছাড়াই মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আবার রিভিউ আবেদন করেন হাফিজ ইব্রাহিম।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *