Skip to content

বিএনপি ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে: তথ্যমন্ত্রী | রাজনীতি

বিএনপি ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে: তথ্যমন্ত্রী | রাজনীতি

<![CDATA[

বিএনপিকে উদ্দেশ করে তথ্য ও সম্প্রাচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা পেট্রোল বোমা মেরে দেশেকে অস্থিতিশীল করেছিল তারা আবার ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৩ থেকে ‘১৫ সালে সারা দেশে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল মানুষের ওপর। চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরগি, গরু- ছাগলের ওপরও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে বাংলাদেশের ইকোনমিক লাইফলাইন। সেটাকে বন্ধ করে দেয়ার জন্য বিএনপি এই কাজ করেছিল। তখন আমাদের সরকার প্রোটেকশন দিয়ে রফতানিসহ সবকিছু চালু রেখেছিল। তারা যদি আবার সুযোগ পায়, দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে।

আরও পড়ুন: বিএনপি সরকার উৎখাতের পরিকল্পনা করছে: কাদের

এ সময় রমজানসহ উৎসবগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর মানসিকতার রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এছাড়া যারা মজুতদারি করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য ব্যবসায়ী নেতাদের আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ ও এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন বাণিজ্য মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আক্তার হোসেন।

আরও পড়ুন: বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে: কামরুল ইসলাম

মাসব্যাপী এই মেলায় তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় দেশি প্রতিষ্ঠান ছাড়াও ভারত, থাইল্যান্ড ও ইরানের ব্যবসায়ীরা স্টল নিয়েছেন। মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬ প্রিমিয়ার স্টল, ১৪ গোল্ড স্টল, ৪৮ মেগা স্টল, ১১ ফুড স্টল, ৩টি আলাদা জোনসহ মোট ৪০০ স্টল রয়েছে। এর বাইরে শিশুদের জন্য থাকছে বিনোদনকেন্দ্র।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *