Skip to content

বিএনপি খুঁড়িয়ে পদযাত্রা করছে, দৌড়াতে পারছে না: কাদের | রাজনীতি

বিএনপি খুঁড়িয়ে পদযাত্রা করছে, দৌড়াতে পারছে না: কাদের | রাজনীতি

<![CDATA[

বিএনপির গণ অভ্যুত্থান গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন খুঁড়িয়ে পদযাত্রা করছে, দৌড়াতে পারছে না।

‘দেশের কয়টা ইউনিয়নে বিএনপির পদযাত্রা হয়েছে খোঁজ নিয়ে দেখেন। বিএনপির ডাকে মহাসমাবেশ হয়ে যায় কোনো রকম একটা সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে পালিয়ে বিলাসবহুল জীবন যাপন করছেন। তারেক রহমান লন্ডনে বসে ফেসবুক লাইভ দিয়ে হুঙ্কার ছোড়ে। সৎ সাহস থাকলে দেশে এসে মোকাবিলা করেন।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ১৪ বছরের বাংলাদেশকে বদলে দিয়েছেন শেখ হাসিনা। ঈর্ষা করে লাভ নেই। বিএনপি দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। তাই জ্বালা শুরু হয়েছে। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, ওভারপাসের জ্বালা, ফ্লাইওভারের জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, এক দিনে ১০০ সেতু উদ্বোধনের জ্বালা। এসব উন্নয়ন বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বিএনপি দিনে পদযাত্রা, রাতে অ্যাম্বাসি যাত্রা করে: তথ্যমন্ত্রী

‘বিএনপি সরকারের উন্নয়নের জ্বালায় মরে। বিএনপির গণ অভ্যুত্থান কোথায় গেল। বিএনপি ১০ ডিসেম্বর গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়ে বলেছিল সরকারের পতন হবে, শেখ হাসিনার পতন হবে। শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের নিয়ে, আওয়ামী লীগের নেতাদের নিয়ে পালিয়ে যাবে। তারা বলেছিল ১০ ডিসেম্বর খালেদা জিয়া ঢাকার রাজপথে বিজয় শোভাযাত্রা করবে। অথচ তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছে।’

তারেক জিয়ার দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান তিনিও নাকি ১১ ডিসেম্বর দেশে আসার কথা ছিল। এ নিয়ে বিএনপির কতো আওয়াজ কত অহংকার কতো লাল কার্ড। তারা ডিসেম্বর মাসে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না। এটা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা, তাই তাদের পছন্দ হয়নি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আওয়ামী সম্পাদক বলেন, ভোট চোরদের আমরা চিহ্নিত করব। যারা ভোটের নামে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করে। আজিজ মার্কা ভুয়া নির্বাচন কমিশন গঠন করে। দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। বিএনপির মুখে গণতন্ত্র আর ভুতের মুখে রাম নাম একই কথা। এই পর্যন্ত চারটা ডেটলাইন দিয়েছে বিএনপি। এই চারদিনই ঘোড়ায় ডিম পেড়েছে। এবার আগুন সন্ত্রাস করলেও হাত পুড়িয়ে দেয়া হবে। যে হাতে ভাঙচুর করবে সেই হাত আমরা ভেঙে দেব।

আরও পড়ুন: আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে: খসরু

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খান, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্তা,  সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম প্রমুখ।

সম্মেলন শেষে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে সভাপতি ও নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে জেলার ১২টি উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন।  

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *