<![CDATA[
আন্দোলনের নামে বিএনপি-জামায়াত আবারও আঘাত করলে পাল্টা আঘাত করে তাদের জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর পৌর কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
শামীম ওসমান বলেন, পবিত্র আশুরার মতো একটি অসীম বরকতময় দিনে বিএনপি-জামায়াত রাজনৈতিক কর্মসূচি দিয়ে জ্বালাও পোড়াও করে যে সহিংসতা করেছে এটা মানুষের কাজ নয়। শয়তানের প্ররোচনায় এ ধরনের কাজ হয়ে থাকে। ভবিষ্যতে তারা আমাদের ওপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করবো।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দেবে আওয়ামী লীগ: শাম্মী আহমেদ
তবে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণই তাদের সমুচিত জবাব দেবে বলে মন্তব্য করেন সংসদ সদস্য শামীম ওসমান।
এর আগে নিজের অসুস্থ মেজো ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের শারীরিক সুস্থতার জন্য মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন সংসদ সদস্য শামীম ওসমান। মাহফিল শেষে কবরস্থানে গিয়ে বাবা-মা ও বড় ভাই প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর জিয়ারত করেন তিনি। পরে অসুস্থ ভাই সেলিম ওসমানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান শামীম ওসমান।
]]>