<![CDATA[
পর্দা নামতে যাচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শিরোপার লড়াইয়ে নামবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দল, রানার্সআপ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অব দ্য ফাইনাল, সর্বোচ্চ রানসংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারিরা কে কত টাকা করে পাবে?
বিপিএল কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এবারের আসরের প্রাইজমানি ৪ কোটি টাকা। টুর্নামেন্টের শিরোপাজয়ীরা পাবে ২ কোটি টাকা। রানার্সআপদের জন্য বরাদ্দ এক কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দল ২ কোটি ও রানার্সআপরা এক কোটি করে পেলেও গত মৌসুমে তা ছিল যথাক্রমে এক কোটি টাকা ও ৫০ লাখ টাকা।
আরও পড়ুন: বিপিএলের শিরোপা মেট্রোতে
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে বিপিএলের ফাইনাল। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা। অন্যদিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্য থাকবে ১০ লাখ টাকা। অর্থ বরাদ্দ আছে সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি ও টুর্নামেন্ট সেরা ফিল্ডারের জন্যও।
আরও পড়ুন: ফাইনালের আগে আবারও শাস্তি পেলেন শান্ত
সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন ৫ লাখ টাকা, সর্বোচ্চ উইকেট শিকারির জন্যও আছে সমানসংখ্যক টাকা। টুর্নামেন্ট সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক সিলেটের নাজমুল হোসেন শান্ত। ১৪ ম্যাচে তিনি করেছেন ৪৫২ রান। আর ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির স্থানটা দখল করে আছেন রংপুর রাইডার্সের হাসান মাহমুদ।
]]>