<![CDATA[
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতে চমক দেখিয়েছেন পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ। তবে নিজ দেশি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে ডাক পড়ায় মাঝপথেই সাকিবদের ছেড়ে যেতে হচ্ছে তাকে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বরিশালের হয়ে আসরের নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ইফতিখার। খুলনা টাইগার্সকে হারানোর ম্যাচে ব্যাট হাতে ৩১ বলে ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন এ পাক ব্যাটার।
শুধু আজকের ম্যাচেই নয়, আসরের শুরু থেকেই দুর্দান্ত ইফতিখার। ১০ ম্যাচে এক সেঞ্চুরি আর তিন ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে ৩৪৭ রান। তাতে এখন পর্যন্ত সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা গায়ে লাগিয়েছেন এ পাক ব্যাটার। শেষ পর্যন্ত খেলা চালিয়ে গেলে হয়তো তিনি বনে যেতে পারতেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
তবে পিএসএলের ডাকে ইফতিখারকে মাঝপথেই বিদায় জানাতে হচ্ছে বিপিএলকে। তার বিদায় নিশ্চিতভাবেই বড় ক্ষতি বরিশালের জন্য। কারণ ব্যাট হাতে সাকিবের সঙ্গে যৌথভাবে তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
আরও পড়ুন: প্রথম দল হিসেবে বাদ পড়ল ইয়াসির-তামিমের খুলনা
এদিকে ইফতিখারের বদলি হিসেবে বিদেশি কোনো ক্রিকেটার নয়, সাকিব আল হাসানদের বিবেচনায় স্বদেশী মাহমুদউল্লাহ রিয়াদ।
এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের ওপেনার ফজলে মাহমুদ রাব্বি বলেন, ‘সে (ইফতিখার) চলে গেলে তো আমরা একটু পেছনে পড়বই। রিয়াদ ভাই যেহেতু আগের কয়েকটি ম্যাচে (উপরে ব্যাট করার) সুযোগ পাননি। আশা করি তিনি ইফতিখারের জায়গাটা পূরণ করে নেবেন।’
টপ অর্ডার ছন্দে থাকায়, এবারের বিপিএলে খুব একটা বড় পরীক্ষা দিতে হয়নি রিয়াদের। তবে ইফতিখারের চলে যাওয়ায়, পরের ম্যাচগুলোতে ব্যাটিং অর্ডারে উন্নতি আসবে তার। পাক অলরাউন্ডারের শূন্যস্থান পূরণে কতটুকু যোগ্য রিয়াদ, তা নিয়ে প্রশ্ন থাকলেও, টিম ম্যানেজমেন্ট আপাতত তার ওপরেই রাখছে ভরসার হাত।
আরও পড়ুন: তৌহিদ হৃদয় জাতীয় দলের জন্য প্রস্তুত: রাজিন
তার বিষয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমার মনে হয় রিয়াদ এখন ভালো ফর্মে আছে। আশা করছি পরবর্তী তিন-চারটা ম্যাচ সে যেখানে খেলবে, ভালো খেলবে। সে খুব ভালো ছন্দে আছে।’
বিপিএলের ৯ ইনিংসের তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন রিয়াদ। ত্রিশ পেরনো দুটি ইনিংসে প্রতিপক্ষ ছিল ঢাকা ডমিনেটর্স৷ ইফতিখারের বদলি হিসেবে কেমন করে সাবেক টাইগার অধিনায়ক, সেটাই এখন দেখার বিষয়।
]]>