<![CDATA[
পাকিস্তানে খেলতে না আসলে ভারতেও খেলতে যাবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। সেই রমিজ রাজার পথই অনুসরণ করেছেন বর্তমান সভাপতি নাজাম শেঠি। আসন্ন এশিয়া কাপে পাকিস্তানে গিয়ে খেলার বিষয়ে রাজি নয় ভারত। এতে ক্ষুব্ধ নাজাম শেঠিও দিয়েছেন হুঁশিয়ারি।
গত ৪ ফেব্রুয়ারি এশিয়া কাপের বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তান-ভারতের চলমান ক্রিকেট বিবাদ নিয়ে আলোচনা হয়। তবে ফলপ্রসূ কোনো সমাধান মেলেনি। আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় জানানো হয়েছে।
আরও পড়ুন: বিপিএল থেকে পিএসএল ভালো: নাজাম শেঠি
মূলত ভারত সরকারের অনুমোদন না থাকায় পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না দেশটি। তাই ভারতের ক্রিকেট সংস্থার সচিব ও এসিসি সভাপতি জয় শাহ নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়েছিলেন। এরপরেই সাবেক পিসিবি সভাপতি রমিজ রাজা বলেছিলেন, ‘ভারত আমাদের দেশে খেলতে না আসলে, আমরাও তাদের ওখানে খেলতে যাব না। ওরা তাতে যদি এশিয়া কাপ না খেলে, তাহলে আমরাও ২০২৩ বিশ্বকাপ ওদের মাটিতে খেলব না।’
বর্তমান সভাপতি নাজাম শেঠিও নতুন করে রমিজের সুরে কণ্ঠ মিলিয়েছেন। তিনি বলেছেন, ‘ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে না আসলে, পাকিস্তানও ভারতে যাবে না।’ এ দিকে পিসিবি সভাপতির এমন কথা শুনে বিস্মিত হয়েছেন জয় শাহ। তিনি ভেবেছিলেন, হয়তো রমিজ রাজার মতো শক্ত কথা বলবেন না নাজাম শেঠি। কিন্তু বাস্তবে জয়ের চিন্তার ব্যতিক্রম ঘটেছে।
আরও পড়ুন: স্ত্রী পেটানোর অভিযোগে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে মামলা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ মত দিয়েছিলেন, ভারতের খেলাগুলো পাকিস্তানে আয়োজন না করে সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারে আয়োজন করা যেতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, ক্রিকেটে ভারত-পাকিস্তানের এই দ্বন্দ্ব খুব শীঘ্রই বন্ধ করা দরকার। এতে ক্রিকেটের পাশাপাশি দুই দেশই উপকৃত হবে।
]]>